বৈশাখের শুরুতেই মেঘের ভ্রুকুটি ছিল। কালবৈশাখীর সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ অকাল বৃষ্টির জেরে বিপর্যস্ত মাঠের পাকা ধান। জমিতে পাকা ধান পড়ে রয়েছে। ফসল ঘরে তুলবেন কি করে চাষীরা উদ্বিগ্ন সবাই। একদিকে করোনা পরিস্থিতিতে জেরবার মানুষ, তেমনি সার, ওষুধ, কীটনাশক সহ কৃষিতে যথেষ্ট খরচ করে ফেলেছেন চাষীরা। বুধবার রাতে ঘন্টা দুয়েকের বৃষ্টিতে জেরবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ব্লকের বিস্তীর্ন এলাকার মাঠে কাটা ধান রয়েছে জলের তলায়। এইসমস্ত এলাকায় চাষ হয়েছে বিভিন্ন প্রজাতির লাভজনক ধান। বোরো টাষের মরসুমে কার্যত এই অকাল বর্ষণ মই দিল দিল পাকা ধানে। এমনিতেই গোটা মরসুমে পোকার আক্রমণ লেগেই রয়েছে বলে দাবী চাষীদের। তার উপর এই বৃষ্টি অনেকটাই ক্ষতি করল চাষের। চাষ ঘরে তোলার অপেক্ষায়, কিন্তু কপালে হাত চাষীদের। কি করবে ভেবে উঠতে পারছেন কেউই। দুদিনের মাথায় যদি আবহাওয়ার যদি না কোনো পরিবর্তন হয় তাহলে কোনো আশাই আর থাকবে না বলে জানাচ্ছেন চাষীরা।