Khabriya News App.

Bailey Fry

Upload Video
Log out

করোনা প্রসঙ্গে ক্রমশই কঠোর হচ্ছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। অাজ জেলা সদরে মাইকিং করে ব্যাবসায়ীদের সাবধান করা চলছে মাস্ক বিহীন খদ্দের কে জিনিষ বিক্রি করলে অাপাতত ২৪ঘন্টার জন্য দোকান সিল করে দেওয়া হবে।

103 views
1Watch Time: 0 sec

করোনা প্রসঙ্গে ক্রমশই কঠোর হচ্ছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। অাজ জেলা সদরে মাইকিং করে ব্যাবসায়ীদের সাবধান করা চলছে মাস্ক বিহীন খদ্দের কে জিনিষ বিক্রি করলে অাপাতত ২৪ঘন্টার জন্য দোকান সিল করে দেওয়া হবে। মাঝে কিছুদিন করোনা সংক্রমন কমথাকার পর ফের করোনা গ্রাফ উর্দ্ধগামী। গরম পড়ার সঙ্গে সঙ্গে দেশ এবং রাজ্যে দ্রুতগতিতে ছড়াচ্ছে সংক্রমণ। সংক্রমণের এই উর্ধ্বগতী অাটকাতে জঙ্গলমহলে ব্লক স্তর থেকে শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। সেই অনুযায়ী ঝাড়গ্রাম সাঁকরাইল সহ বিভিন্ন ব্লকের থানার পক্ষ থেকে এলাকার বিভিন্ন জায়গায় মাইকিং করে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন পুলিশ কর্মী রা। কুলটিকরী এলাকার পথ চলতি মানুষকে মাস্ক বিতরণের পাশাপাশি করোনা স্বাস্থ্য বিধি অনুযায়ী সামাজিক দুরত্ব বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশ্ববর্তী এলাকা থেকে অাসা গাড়িতে চলছে চেকিং। ঝাড়গ্রামে নাগরিক কমিটির উদ্যোগে মানুষকে সচেতন করা হচ্ছে। যারা মাক্স পড়ছেন না তাদেরকে মাক্স দেওয়া হচ্ছে। আগামী দিন যাতে ভুল না করেন সে বিষয়েও সাবধান করা হচ্ছে তাদের। তবে এত কিছুর পর ও অবহেলার চিত্রটাও দেখা যাচ্ছে বহু জায়গায়। প্রশাসনের সচেতনতা মূলক প্রচার সত্ত্বেও বেলপাহাড়ি সহ গ্রামীন বাজার এলাকার বেশির ভাগ মানুষের এখন ও হুঁশ ফিরেনি বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছে । এদিকে হূ হু করে বাড়ছে করোনা আক্রান্ত ব্যাক্তির সংখ্যা।

About:

Video Location : India

Duration : 01:33 mins

Date Time : April 24th 2021, 5:54:11 pm

Khabriya News App.